বাইকারদের জন্য সুখবর!!! এবার বাংলাদেশের রাস্তায় চলবে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর বাইক। গতকাল (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ এক প্রজ্ঞাপন পরিপত্র প্রকাশ মারফত মোটর বাইক সি সি লিমিট বর্ধিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে এই প্রজ্ঞাপন জানাতে বলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বাংলাদেশে বাইকের জন্য সর্বোচ্চ সি সি লিমিট ৩৭৫ করা হবে। যেকোনো ব্রান্ডের বাইক এই সিসি লিমিটের আওতায় থাকলে তা বাংলাদেশে চালানো সম্ভব। তবে পরিপত্র তে আরো বলা হয় যে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক গুলো অবশ্যই বাংলাদেশেই তৈরী করতে হবে। অর্থাৎ 375 CC পর্যন্ত বাইকগুলো বাংলাদেশের কারখানায় প্রস্তুত করতে হবে, তাহলেই তা বাংলাদেশের রোড পারমিট পাবে।
এই সিসি লিমিট বাড়ানো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, সড়ক পরিবহণ কর্তৃপক্ষ এবং BMAMA বিগত বছর ধরে কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। তবে এবার তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন এর দ্বারা চূড়ান্ত হলো। বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিকারী মোটরযান কোম্পানি রানার বিগত কয়েক বছর যাবৎ ৫০০ সি সি-র বাইক রপ্তানি করে আসছে। তবে এবার তারা নিজেদের দেশের জন্য বাইক তৈরী করবে। অন্যদিকে উত্তরা মোটরস গত জুন মাসে সরকারের থেকে অনুমতি নিয়ে বাজাজের উচ্চ সিসির বাইক প্রস্তুতের কাজ করে চলেছে। ইতিমধ্যে বাজারে বাজাজ এর ২৫০ সিসি-র 2 টি বাইক প্রদর্শন করিয়েছে উত্তরা বাজাজ অটোস। Bajaj Pulsar F250 এবং Bajaj Pulsar N250 মডেলের বাইক দুটি বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করা হবে, এমনটাই জানিয়েছে উত্তরা বাজাজ।
আরো পড়ুন:
ইফাদ অটোস (IFAD Autos) জানিয়েছে তারা এবার তাদের চট্টগ্রাম এর ফ্যাক্টরিতে ২০২৪ সালের শুরুতেই Royal Enfield বাইক তৈরীর কাজ শুরু করবে। 375 CC- সিসি লিমিট হওয়ায় Royal Enfield এর ৩৫০ সিসি-র বাইক টা-ই শুধুমাত্র বাংলাদেশে প্রস্তুত করা হবে। তবে Yamaha, Honda, KTM, Suzuki, TVS এবং Hero এদের পক্ষ থেকে উচ্চ সিসি-র বাইক কোথায় তৈরী হবে বা কবে নাগাদ দেশের বাজারে আনবে সে সম্পর্কে তেমন কোনো জোরালো তথ্য পাওয়া যায় নি। বাকি থাকলো বাইকের মূল্য। এই মুহূর্তে উচ্চ ক্ষমতার বাইকের মূল্য নিয়ে কোনো প্রকার তথ্য প্রদান করা যাচ্ছে না। অনেক বাইক রিভিউয়ার রা হয়তো ইন্ডিয়ান দাম কনভার্ট করে একটা আনুমানিক ধারনা দিচ্ছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় উচ্চ সিসি-র বাইক প্রস্তুতিতে বিনিয়োগ এর ক্ষেত্রে জানিয়েছে যে, বাংলাদেশের রাস্তার জন্য কোন ধরনের বাইক কমফোর্টেবল, কোন বাইক গ্রাহকদের জন্য সুবিধাজনক তার উপর ভিত্তি করে বিনিয়োগ করা হবে। সব শেষে একটাই কথা বাংলাদেশে উচ্চ সিসি-র বাইক আসছে এবং তা সু-নিশিত, বাংলাদেশের রাস্তায় চলবে 375 CC বাইক।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post বাংলাদেশের রাস্তায় চলবে 375 CC বাইক, নতুন প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের appeared first on BDPrice.com.bd.