Google Pixel 8 Pro লঞ্চ হয়েছে, হতে পারে এ-বছরের সেরা ক্যামেরা ফোন

গুগল এর পিক্সেল (Google Pixel) সিরিজ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় এর নিট এন্ড ক্লিন স্মুথ UI এবং ক্যামেরার জন্য। বিশেষ করে পিক্সেল সিরিজ এ ব্যবহৃত আপডেটেড ক্যামেরা ফিচারস গুলো স্মার্টফোন ইউজারদের আকর্ষণ করে। সেই সাথে স্টক এন্ড্রয়েড ব্যবহারের এক মাত্র ডিভাইস হলো এই গুগল পিক্সেল। সম্প্রতি Google তাদের পিক্সেল সিরিজে Google Pixel 8 সিরিজ যোগ করেছে। আনুষ্ঠানিক ভাবে ৪ ওক্টোবর গুগল পিক্সেল সিরিজের Google Pixel 8 ও Google Pixel 8 Pro লঞ্চ করেছে।

Google এবার ও Pixel এর নতুন ডিভাইস ২ টি তে তাদের নিজস্ব চিপসেট ব্যবহার করেছে। ৪ ন্যানোমিটার ফেব্রিকেশন এ তৈরি Google Tensor G3 চিপ থাকছে ডিভাইস দুটিতে। যার সর্বোচ্চ ক্লক স্পিড হবে ৩.০ গেগা হার্জ। তবে আশ্চর্যের বিষয় হলো চিপসেট টি ৯ কোর এর। এই প্রথম ৯ কোর এর কোনো চিপসেট স্মার্টফোন এ ব্যবহার করা হলো। Google Pixel 8 Pro ডিভাইস টিতে ৬.৭ ইঞ্চির একটি বড় ডিসপ্লে থাকবে, যেটি সর্বোচ্চ ২৪০০ নিটস ব্রাইটনেস পিক করতে পারে। এক কথায় এটি খুবই উজ্জ্বল একটি ডিসপ্লে। ডিস্প্লেটি LTPO OLED প্রযুক্তির, সেই সাথে এটিতে HDR10+, 120Hz রিফ্রেশ রেট, Always-on display ফিচার রয়েছে। মোবাইল টি এলুমিনিয়াম বডির সাথে গ্লাস স্যন্ডুইচ ডিজাইনে তৈরি। অর্থাৎ এটির সামনে এবং পিছনে গ্লাস রয়েছে, আর যা Corning Gorilla Glass Victus 2 দ্বারা সুরক্ষিত।

আরো পড়ুন:

স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ রয়েছে এর ক্যামেরা সেকশন এ। ক্যামেরা ফিচারস এবং স্পেক বিশ্লেষণ করলে এটিই হতে পারে এবছরের সেরা ক্যামেরা ফোন। এর মেইন ক্যামেরা সেকশনে ৩ টি সেন্সর রয়েছে। একটি ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড সেন্সর, যেটিতে ১.৭ এপারাচার যুক্ত মাল্টি ডিরেকশনাল OIS রয়েছে। ২য় ক্যামেরা টি ৪৮ মেগাপিক্সেল এর একটি টেলিফটো লেন্স, যেটি ৫ গুন অপটিক্যাল জুম সাপোর্ট করে। বাকি ক্যামেরাটি ও ৪৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড সূটার, যা দিয়ে ১২৬ ডিগ্রি এঙ্গেলে ফটো তোলা যাবে। পিক্সেল শিফটিং ফিচারের মাধ্যমে ইমেজ কোয়ালিটি হবে অসাধারন। এই ক্যামেরা কম্বিনেশন এ 4K তে সর্বোচ্চ 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সেই সাথে ভিডিও রেকর্ডিং এ gyro-EIS, OIS এবং 10-bit HDR সুবিধা তো থাকছেই। সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ১০.৫ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড লেন্স। ফ্রন্ট ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে। গুগলের ব্যবহৃত নিজস্ব চিপসেট এবং ক্যামেরা এপ এলগরিদম Google Pixel 8 Pro এর ক্যামেরা কে করেছে অসাধারণ।

ডিভাইসটি ৪ টি আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্ট এ পাওয়া যাবে, তবে ১ টি মাত্র র‍্যাম থাকবে প্রতিটি ভেরিয়েন্ট এ। ১২ জিবি র‍্যামের সাথে ১২৮, ২৫৬, ৫১২ জিবি ও ১ টেরা-বাইট এ লঞ্চ হয়েছে স্মার্টফোন টি।

স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Google Pixel 8 Pro লঞ্চ হয়েছে, হতে পারে এ-বছরের সেরা ক্যামেরা ফোন appeared first on BDPrice.com.bd.

Post a Comment

Previous Post Next Post