Itel Color Pro 5G অফিসিয়ালি লঞ্চ হল ভারতে, কী থাকছে ফোনটিতে?

Itel Color Pro 5G অফিসিয়ালি লঞ্চ হল ভারতে, কী থাকছে ফোনটিতে?

জুলাই এর শুরুর দিকেই আইটেল তাদের ৫জি সহ নতুন একটি স্মার্টফোনের পোস্টার প্রকাশ করে আইটেল ইন্ডিয়া। ১০ জুলাই ২০২৪ এ তারা তাদের নতুন স্মার্টফোন Itel Color Pro 5G লঞ্চ করেছে ভারতের বাজারে৷ এটি ল্যাভেন্ডারি ফ্যান্টাসি এবং রিভার ব্লু নামে দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে আইটেল ইন্ডিয়া। স্মার্টফোনটি Amazon India-এ পাওয়া যাবে।

Itel Color Pro 5G is officially launched in India, what’s in the phone?

স্পেসিফিকেশন (Itel Color Pro 5G Specs):

ডিসপ্লে:

Itel Color Pro 5G is officially launched in India, what's in the phone?

স্মার্টফোনটিতে রয়েছে 6.6-ইঞ্চি IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ও V সেপ এর নচ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে HD রেজোলিউশন স্ক্রিন প্যানেল ও ৯০ হার্জ রিফ্রেশ রেট ।

বডি এবং সেন্সর:

Itel Color Pro 5G is officially launched in India, what's in the phone?

ফোনটার ওজন তুলনামূলক হালকা হওয়ায় হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ২টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। রঙগুলি হল ল্যাভেন্ডারি ফ্যান্টাসি এবং রিভার ব্লু। স্মার্টফোনটিতে রয়েছে IVCO (itel Vivid Color) টেকনোলজি।

প্রসেসর:

Itel Color Pro 5G is officially launched in India, what's in the phone?

স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Mediatek এর 6nm ফেব্রিকেশন এ নির্মিত Dimensity 6080 5G প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.4 GHz ক্লক স্পিড। এটির ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে itel OS এর সাপোর্ট, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত। এছাড়া স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 তো থাকছেই।

নেটওয়ার্ক:

চিপসেট NRCA (5G++) সমর্থন করে যা একটি দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতার জন্য একটি শক্তিশালী 5G সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফোনটি 2G, 3G, 4G, এবং 5G নেটওয়ার্ক সুবিধাগুলি সমর্থন করেছে। ফোনে GPRS এবং EDGE 42.2/5.76 Mbps, LTE-A, 5G গতি।

Itel Color Pro 5G is officially launched in India, what's in the phone?

RAM এবং ROM:

কোম্পানি স্মার্টফোনটি জিবি+১২৮জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। ফলে আপনার মাল্টিমিডিয়া (টেক্সট, পিকচার, অডিও, ভিডিও, ইত্যাদি) সংগ্রহের জন্য পর্যাপ্ত স্টোরেজ রয়েছে। এটিতে HD-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যায় এবং বেশ মসৃণভাবে খেলা যায়।

ক্যামেরা:

Itel Color Pro 5G is officially launched in India, what's in the phone?

ফোনের পিছনে রয়েছে একটি 50MP+QVGA ক্যামেরা মডিউল, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সামনে, 8MP সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারবেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারেন৷

ব্যাটারি:

Itel Color Pro 5G is officially launched in India, what's in the phone?

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এটির মাধ্যমে, আপনি গড়ে 135 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 15 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি প্রায় 36 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। 18W ফাস্ট চার্জিং সহ ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:00 ঘন্টা সময় নেবে।

সেন্সর ও সিকিউরিটি:

ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।

দাম (Itel Color Pro 5G Price in BD):

Itel Color Pro 5G Price in Bangladesh

Itel Color Pro 5G স্মার্টফোনটি ২০২৪ সালের ১০ই জুলাই ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি ভারতের বাজারে 6GB+128GB ভেরিয়েন্টটি ৯,৯৯৯ রুপি মুল্যে পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশের বাজার বিবেচনায় 6GB+128GB ভেরিয়েন্টটি ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা মুল্য হতে পারে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি সত্যিই হতে পারে আপনার সাধ্যের মধ্যে একটি সেরা স্মার্টফোন।

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Itel Color Pro 5G অফিসিয়ালি লঞ্চ হল ভারতে, কী থাকছে ফোনটিতে? appeared first on BDPrice.com.bd.

Post a Comment

Previous Post Next Post