অবজেক্ট অরিয়েন্ডেট পোগ্রামিং PHP - তে ক্লাস এবং অবজেক্ট তৈরী করার নিয়ম -
প্রথমে php ট্যাগ open করতে হবে।
ক্লাস তৈরী করতে হবে। ক্লাস তৈরী করার নিয়ম -
প্রথমে 'class' নামে কি-ওয়ার্ড লিখতে হবে। এরপর ক্লাসের একটি নাম দিতে হবে। নিচে Student নামে একটি ক্লাস উদাহরন হিসেবে তৈরী করা হলো। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মান দিতে হবে।
ভেরিয়েবল তৈরীর নিয়ম-
ভেরিয়েবল নামের পূর্বে '$' চিহ্ন দিতে হবে।তারপর ভেরিয়েবলের একটি নাম দিতে হবে এবং তার মান দিতে হবে (যেমন- $name = 'Student Name')। ভেরিয়েবলের আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করে দিতে হবে (যেমন: public বা private বা protected)। তারপর ক্লাসটিকে অবজেক্ট - এ রুপান্তরিত করতে হবে।
অবজেক্ট তৈরী করার নিয়ম -
যেকোন নামে একটি ভেরিয়েবল নিতে হবে। এরপর 'new' কি-ওয়ার্ড লিখে ক্লাস এর নাম লিখতে হবে। তারপর ক্লাসের যে মানটা প্রিন্ট করতে হবে সেটা অবজেক্ট এর মাধ্যমে উল্লেখ করে প্রিন্ট (echo) করতে হবে।অবজেক্ট এর মাধ্যমে ভেরিয়েবল প্রিন্ট করলে তার পূর্বে '$' চিহ্ন দিতে হয় না। নিচে একটি উদাহরন দেয়া হলো-
<?php
class Student
{
public $name = "Rakib Alom";
public $roll = "372174";
public $skill = "Web Design and Development";
}
$object_name = new Student;
echo $object_name -> name;
echo "<br>";
echo $object_name -> roll;
echo "<br>";
echo $object_name -> skill;
// অথবা
echo "<pre>";
print_r($object_name);
?>
Tutor: Rakib Alom
প্রথমে php ট্যাগ open করতে হবে।
ক্লাস তৈরী করতে হবে। ক্লাস তৈরী করার নিয়ম -
প্রথমে 'class' নামে কি-ওয়ার্ড লিখতে হবে। এরপর ক্লাসের একটি নাম দিতে হবে। নিচে Student নামে একটি ক্লাস উদাহরন হিসেবে তৈরী করা হলো। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মান দিতে হবে।
ভেরিয়েবল তৈরীর নিয়ম-
ভেরিয়েবল নামের পূর্বে '$' চিহ্ন দিতে হবে।তারপর ভেরিয়েবলের একটি নাম দিতে হবে এবং তার মান দিতে হবে (যেমন- $name = 'Student Name')। ভেরিয়েবলের আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করে দিতে হবে (যেমন: public বা private বা protected)। তারপর ক্লাসটিকে অবজেক্ট - এ রুপান্তরিত করতে হবে।
অবজেক্ট তৈরী করার নিয়ম -
যেকোন নামে একটি ভেরিয়েবল নিতে হবে। এরপর 'new' কি-ওয়ার্ড লিখে ক্লাস এর নাম লিখতে হবে। তারপর ক্লাসের যে মানটা প্রিন্ট করতে হবে সেটা অবজেক্ট এর মাধ্যমে উল্লেখ করে প্রিন্ট (echo) করতে হবে।অবজেক্ট এর মাধ্যমে ভেরিয়েবল প্রিন্ট করলে তার পূর্বে '$' চিহ্ন দিতে হয় না। নিচে একটি উদাহরন দেয়া হলো-
<?php
class Student
{
public $name = "Rakib Alom";
public $roll = "372174";
public $skill = "Web Design and Development";
}
$object_name = new Student;
echo $object_name -> name;
echo "<br>";
echo $object_name -> roll;
echo "<br>";
echo $object_name -> skill;
// অথবা
echo "<pre>";
print_r($object_name);
?>
Tutor: Rakib Alom