আকর্ষণীয় ডিজাইন ও অসাধারন সব ফিচার নিয়ে Vivo V40 Lite এখন বাংলাদেশে
একের পর এক ভিভো বাংলাদেশ স্মার্টফোন মার্কেটে চমক নিয়ে আসছে। গত অক্টোবর মাসেই Vivo Y19s স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। নভেম্বর মাসের শুরুতেই (৫ই নভেম্বর ২০২৪) ভিবো তাদের বাজেট ফোন Vivo V40 Lite বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। অসাধারন ডিজাইন, শক্তিশালী প্রসেসর, হাই রিফ্রেশরেট সহ ফুল এইচডি ডিসপ্লে, অসাধারন ক্যামেরা, ফাস্ট চারজিং সহ পাওয়ারফুল ব্যাটারি সহ Vivo V40 Lite 4G স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ২৮,৯৯৯ টাকা মুল্যে। তবে চলুন বিস্তারিত দেখি কি কি থাকছে ফোনটিতে…
Vivo V40 Lite 4G is officially launched in Bangladesh, what features does it offer?
Models: | Vivo V40 Lite 4G |
Price in Bangladesh: | 8GB/128GB – BDT. 28,999 8GB/256GB – BDT. 31,999 |
স্পেসিফিকেশন (Vivo V40 Lite 4G Specifications)
বডি ও ডিজাইন:
১৬৩.২ মিমি লম্বা, ৭৫.৯ মিমি চওড়া এবং ৭.৮/৮.০ মিমি পুরুত্বের এই মোবাইলটির ওজন মাত্র ১৮৮/১৯০ গ্রাম। এই বাজেটে স্মার্টফোনটা বেশ স্লিম ও ওজনেও হালকা ফলে ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ২টি রঙে দেশের দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল Emerald Green (এমারল্যান্ড গ্রীন) ও Titanium Silver (টাইটেনিয়াম সিলভার)। স্লিম ও হালকা ওজনের হওয়া সত্ত্বেও স্মার্টফোনটিতে রয়েছে IP64 রেটিং (ধুলো এবং স্প্ল্যাশ বা পানি প্রতিরোধী)।
ডিসপ্লে:
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1B colors সাপোর্টেড একটি AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৩৯৫. ডিসপ্লে প্যানেলটি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত। এছাড়া ডিসপ্লে প্যানেলটিতে 1200 nits (HBM) ও 1800 nits (peak) ব্রাইটনেস। ফলে ইনডোর বা আউটডোর সর্বত্রই পাবেন স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা।
প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং কাস্টম ইউআই হিসেবে রয়েছে Funtouch 14 এর সাপোর্ট। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm এর 6nm ফেব্রিকেশন এ নির্মিত Snapdragon 685 প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.8 GHz Cortex ক্লক স্পিডের কোর, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত
স্টোরেজ:
স্মার্টফোনটি ৮জিবি র্যাম ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। তবে ইন্টারনাল স্টোরেজ থেকে কিছু স্টোরেজকে (৮জিবি অথবা ১২জিবি) র্যাম হিসেবে যোগ করার সুযোগ তো থাকছেই। স্মার্টফোনটি মোট৮জিবি+১২৮জিবি ও ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে সর্বোচ্চ 2TB অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার জন্য রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট।
ক্যামেরা:
ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি রিং টাইপের এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেল রেজুলেশন এর দেপ্ত ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিসপ্লে এর উপরের দিকে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
বর্তমান সময়ে AI এর যুগে ভিবো পিছিয়ে থাকবে কেন। ভিবো তাদের এই নতুন স্মার্টফোনটির ক্যামেরা বা ইমেজ প্রসেসিং এর জন্য AI Imaging, AI Documents, AI Photo Enhance ও AI Erase ফিচার যোগ করেছে।
ব্যাটারি:
স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৩৫ মিনিট এর মতো।
সেন্সর ও সিকিউরিটি:
ফোনটিতে অ্যাক্সিলোমিটার, জায়রো-স্কোপ, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ইনডিসপ্লে (ডিসপ্লে এর মধ্যে) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। স্মার্টফোনটিকে আরো স্মার্ট করতে এতে থাকছে NFC সাপোর্ট ও বেশ কিছু লোকেশন ব্যান্ড GPS, GALILEO, GLONASS, QZSS, BDS.
নেটওয়ার্ক ও কানেক্টভিটি:
ডিভাইসটিতে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, GPS, FM radio, USB Type-C 2.0, USB On-The-Go, ও sual stereo speakers এর সাপোর্ট।
দাম (Vivo V40 Lite 4G Price in BD)
Vivo V40 Lite 4G স্মার্টফোনটি ২০২৪ সালের ৫ই নভেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 8GB/128GB ভেরিয়েন্টটি ২৮,৯৯৯ টাকা এবং 8GB/256GB ভেরিয়েন্টটি ৩১,৯৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।
এছাড়াও, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ফোনটির কিছু সুবিধা এবং অসুবিধার তালিকা করেছি।
Pros (সুবিধা):
- 6.67-ইঞ্চির বড় ডিসপ্লে
- 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে
- 50MP প্রধান ক্যামেরা ও 8MP সেলফি ক্যামেরা
- Snapdragon 685 এর 2.8 GHz প্রসেসর
- Li-Po 5000 mAh ব্যাটারি
- 80W দ্রুত চার্জিং ক্ষমতা
- সর্বোচ্চ ৮জিবি র্যাম ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ
- NFC সমর্থিত
- IP64, ধুলো এবং জল প্রতিরোধী
Cons (অসুবিধা):
- প্লাস্টিক বিল্ড কোয়ালিটি
- 3.5 মিমি অডিও জ্যাক সমর্থিত নয়
- 5G সমর্থিত নয়
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post Vivo V40 Lite অফিসিয়ালি লঞ্চ হয়ে বাংলাদেশে, কি থাকছে ফোনটিতে? appeared first on BDPrice.com.bd.