বাংলাদেশে শুরু হয়েছে Realme C75 এর প্রি-বুকিং, থাকছে আকর্ষণীয় সব পুরষ্কার
রিয়েলমি তাদের C সিরিজে যুক্ত করেছে বাজেট রেঞ্জের আরো একটি স্মার্টফোন Realme C75. স্মার্টফোনটি ২৬শে নভেম্বর প্রথম ভিয়েতনামে লঞ্চ করেছে এবং আজ ১০ই ডিসেম্বর বাংলাদেশের বাজারে শুরু হয়ে গেলো প্রি-বুকিং। প্রি-বুক ইভেন্টটি ১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরষ্কার। এছাড়া বাজেট রেঞ্জের স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি, বড় আকারের ফুলএইচডি ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর সহ থাকছে আরো আকর্ষণীয় সব ফিচার। তাহলে কি কি নিয়ে আসছে স্মার্টফোনটি, চলুন দেখি…
স্পেসিফিকেশনঃ
কি থাকছে Realme C75 স্মার্টফোনটিতে? ( What features does the Realme C75 have? )
Realme C75 স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির বিশাল ফুলএইচডি রেজুলেশন এর পাঞ্চ-হোল IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেট, Always-on Display ফিচার। ডিসপ্লেটির সুরক্ষা হিসেবে থাকছে (ArmorShell Glass) আর্মারশেল গ্লাস প্রোটেকশন। এছাড়া স্মার্টফোনটিতে থাকছে IP68/IP69 (ধুলো/জল প্রতিরোধী) এবং MIL-STD-810H সার্টিফিকেশন। C75 মোবাইল ফোনটি সোনালি ও কালো রঙে বাজারে আসছে।
স্মার্টফোনটিতে থাকছে Mediatek এর Helio G92 Max প্রসেসর, এর সর্বোচ্চ ক্ষমতা থাকছে 2.0 GHz এর আটটি কোর। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং কাস্টম ইউআই হিসেবে রয়েছে Realme UI 5.0 এর সাপোর্ট। স্মার্ট ফোনটি 8GB/128GB ও 8GB/256GB দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হলেও প্রি-বুক করা যাচ্ছে শুধুমাত্র 8GB/128GB ভেরিয়েন্টটি। এটিতে থাকছে 6000 mAh শক্তিশালী ব্যাটারি এবং বিশাল এই পাওয়ার হাউজ রিচার্জ করতে সাথে থাকছে 45W এর দ্রুত চার্জিং প্রযুক্তি। Real me C75 এর পিছনে ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং সামনে থাকছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
সেন্সর হিসেবে থাকছে Side Mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ জিপিএস, প্রক্সিমিটি, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ ও লাইট সেন্সর।ডিভাইসটিতে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচার হিসেবে থাকছে Wi-Fi, Dual-band, Wi-Fi Direct, hotspot, USB Type-C 2.0, Bluetooth 5.0, Dual speakers, microSDXC (dedicated slot).
প্রি-বুক এর অফার সমূহঃ
কি অফার থাকছে Realme C75 ফোনটির প্রি-বুক ইভেন্টে? ( What offers are there in the Realme C75’s pre-booking event? )
- অফার সমূহঃ
- ১মঃ ১,০০,০০০ টাকা; ২য়ঃ ৫০,০০০ টাকা এবং ৩য়ঃ ১০,০০০ টাকার পুরস্কার।
- Buy 1 Get 1.
- Water Damage Warranty.
- Screen Protection Warranty.
- বাংলালিংক সিম-এ ১৮ জিবি ইন্টারনেট।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post বাংলাদেশে শুরু হয়েছে Realme C75 এর প্রি-বুকিং appeared first on BDPrice.com.bd.