বিগত বছরগুলো অনুসন্ধান করলে দেখা যায় স্যামসাং তাদের Galaxy S সিরিজ-এ সকল প্রকার আধুনিক ফিচার সংযুক্ত করে। যা তার একমাত্র প্রতিদন্ধী Apple এর সাথে মুখোমুখি টক্কর নিতে পারে। আমরা বিগত বছর গুলো ধরে এমনটাই দেখে আসছি। স্মার্টফোন বাজারে এন্ড্রয়েড এবং আই ও এস এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূখ্য প্রতিদন্ধী হিসাবে সর্বদা Samsung এবং Apple কে লড়তে দেখেছি। আমরা যারা স্মার্টফোন ব্যবহারকারী আছি, আমরাও সর্বদা এই ২ টি মোবাইল ব্রান্ডের কম্পেরিজন (তুলনা) দেখতে অভ্যস্ত। প্রতিবছর এই দুই মোবাইল ব্রান্ড তাদের ফ্লাগশিপ কাতারের একটি সিরিজ লঞ্চ করে। আর তার ই ধারাবাহিকতায় আইফোন ২০২৩ এর সিরিজ লঞ্চিং এ Apple iPhone 15 সিরিজ লঞ্চ করে দিয়েছে সেপটেম্বর মাসে। এখন শুধু অপেক্ষা স্যামসাং এর Galaxy S24 সিরিজ লঞ্চিং এর।
ইতিমধ্যে আমরা পিছনের কয়েক মাস ধরে গ্যালাক্সি এস২৪ সিরিজ এর বিভিন্ন রকম গুজব নেট দুনিয়ায় শুনে বা দেখে আসছি। গুজবে ফোনের ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা সহ আরো অনেক স্পেসিফিকেশন সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়। সম্প্রতি নেট পাড়ায় স্বনামধন্য কিছু লিকারদের মাধ্যমে জানা গিয়েছে Galaxy S24 সিরিজ এর ব্যতিক্রমধর্মী ডিজাইন ও আপডেটেড কিছু ফিচার সম্পর্কে।
তাহলে, আসলেই কি স্যামসাং এবার তাদের Galaxy S24 সিরিজ এ Apple এর ডিজাইন কপি করতে চলেছে? এমনই কিছু গুজবের সাথে আজ নেট পাড়ায় জনপ্রিীয় লিকারদের মাধ্যমে জানা গিয়েছে যে, Samsung Galaxy S24 সিরিজ এবার ডিজাইনে ভিন্নতা আনতে চলেছে। ৩৬০ ডিগ্রি ভিডিও লিক থেকে দেখা যাচ্ছে Galaxy S24 এর বডি ডিজাইনে কার্ভ এজ এর পরিবর্তে একটি ফ্লাট বা সমতল আকার দেওয়া হয়েছে। যা আইফোন এর ডিজাইনের অনূরূপ। এটি দেখতে অনেক টা বক্সি টাইপের। যার এজ প্রান্তগুলো একটু ধারালো অর্থাৎ একটি আয়তক্ষেত্রের কর্নার এর মতো।
আরো পড়ুনঃ
ডিজাইনের পাশাপাশি S24 সিরিজ এর স্পেসিফিকেশনেও থাকছে বড় পরিবর্তন। যার মধ্যে এবারের Galaxy S24 সিরিজ Snapdragon 8 Gen 3 চিপসেট সহ বাজারে আসতে পারে। এই সিরিজের সবথেকে জনপ্রিয় এবং ফিচারস এ ভরপুর ডিভাইস টি হচ্ছে Samsung Galaxy S24 Ultra. S24 Ultra তে এবার ক্যামেরায় থাকতে পারে বড় ধামাকা। কিছুদিন আগে নেট দুনিয়ায় স্যামসাং এর নতুন কয়েকটি ক্যামেরা সেন্সর (200MP, 320MP, 440MP) লিক হয়। এবার টিপ স্টার-রা আশা করছেন যে তার মধ্যে থেকে একটি সেন্সর সংযুক্ত হয়ে এবারের আল্ট্রা লঞ্চ হবে। এছাড়াও অন্যন্ন ফিচার এর মধ্যে এই সিরিজ এর বেস ভেরিয়েন্ট টি ৬.১ ইঞ্চি এর Dynamic AMOLED 2X ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারির সাথে ২৫ ওয়াট এর চার্জার থাকবে। সেই-সাথে ডিভাইস গুলোতে আল্ট্রা ওয়াইডব্যান্ড mmWave 5G ক্ষমতা থাকবে। লিকারদের ধারনা মতে Galaxy S24 Series নভেম্বর এর দিকে লঞ্চ হতে পারে।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post আসলেই কি স্যামসাং এবার Apple এর ডিজাইন কপি করতে চলেছে তাদের Galaxy S24 সিরিজ-এ appeared first on BDPrice.com.bd.