আসছে Google Pixel 8 সিরিজের নতুন সদস্য Google Pixel 8a

Google Pixel 8 এবং 8 Pro লঞ্চ হতে না হতেই হাজির হচ্ছে এনাদের পরিবারের ছোট সদস্য Google Pixel 8a। গুগল পিক্সেল সিরিজ ফ্লাগশিপ লেভেলের স্মার্টফোন সিরিজ। বর্তমানে গুগল পিক্সেল পরিবারে Pixel 8 এবং 8 Pro পাওয়া যাচ্ছে। তবে ডিভাইস দুটি শুধুমাত্র গুগল স্টোরে প্রি-বুকিং এ পাওয়া যাচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে সকল দেশে ডিভাইস ২ টি পাওয়া যাবে। সেই সাথে গুগলে কম বাজেটে ফ্লাগশিপ এর স্বাদ দিতে তাদের Pixel 8a খুব দ্রুতই লঞ্চ করবে। এমন-ই তথ্য ফাঁস করেছে CAD- রেন্ডার।

Google Pixel 8a তে তাদের বড় ভাইদের মতো ডিজাইন করা হয়েছে। Pixel 8 এর থেকে সাইজে কিছুটা ছোট, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই Pixel 8a এর ডিজাইনে। একই ক্যামেরা মডিউল এবং কালার ও একই রকম। ডিভাইস টি ৬.১ ইঞ্চির একটি OLED ডিসপ্লে প্যানেল নিয়ে আসবে। ১২০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে টি করনিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। তবে গরিলা গ্লাস এর কততম সংস্করণ থাকছে তা এখনো অনিশ্চিত। ফোনটির ডিসপ্লে অপশনে বেজেল এর পরিমান Pixel 8 এবং 8 Pro এর থেকে কিছুটা বেশি। তবে এটাই স্বাভাবিক, কেননা a মডেল গুলোতে ফ্লাগশিপ এর সুবিধা দিতে গিয়ে কিছু কিছু যায়গায় গুগল কস্ট কাটিং এর ব্যবহার করে। তবে এটি অন্যন্ন মিড রেঞ্জ বাজেটের ফোন গুলোর থেকে অনেক টা প্রিমিয়াম এবং আকর্ষণীয় হবে।

আরো পড়ুন:

স্মার্টফোনটির পিছনের ডুয়েল ক্যামেরা হাউজিং এ প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসাবে একটি ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড এঙ্গেল সেন্সর থাকবে। অন্য ক্যামেরা টি হতে পারে ১২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর। এই ডিভাইসটিতে ও গুগলের নিজস্ব চিপ Google Tensor G3 থাকবে, তবে এটা অনিশ্চিত। Google Tensor G2 নিয়েও আসতে পারে স্মার্টফোনটি। ফ্রন্টে ১২ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে। ডিভাইসটির সাইজ, পুরুত্ব একদমই Google Pixel 7a এর কাছাকাছি থাকবে। এছাড়াও এটিতে যাবতীয় সকল সেন্সর এর সাথে আন্ডার ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর ও থাকবে। ব্যাটারি তে কতোটা পরিবর্তন আসবে সে সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় নি। তবে আশা করা হচ্ছে এটিতে ৪০০০-৪৫০০ এম এ এইচ এর ভিতরে একটি ব্যাটারি ব্যবহার করা হবে।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post আসছে Google Pixel 8 সিরিজের নতুন সদস্য Google Pixel 8a appeared first on BDPrice.com.bd.

Post a Comment

Previous Post Next Post