কম্পিউটার এর ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েই চলেছে। কর্মক্ষেত্র থেকে শুরু করে ঘরে বাইরে সর্বত্র কমপিউটার বা ল্যাপটপ এর ব্যবহার। তবে বর্তমানে ল্যাপটপ এর ব্যবহার খুব বেশি। কেননা এটি বহন করতে সুবিধা , যেকোনো স্থানে নিয়ে ব্যবহার করা যায়। তবে এবার কম্পিউটার বা ডেস্কটপ ও নিয়ে যাওয়া যাবে যেকোনো স্থানে, ব্যবহার করা যাবে ঘরে বাইরে সর্বত্র। হ্যা ঠিক-ই শুনেছেন, HP এমনই একটি ডেস্কটপ তৈরী করেছে যেটি ক্যারি করা সহজ এবং ল্যাপটপ এর মতো কমপ্যাক্ট। HP ENVY Move নামের এই কম্পিউটার টি দেখতে শুধু মাত্র সাধারন একটি কম্পিউটার বা টিভি মনিটর এর মতো। তবে এটি একটি অল-ইন-অন ডেস্কটপ সেটআপ।
HP অক্টোবর মাসের ৫ তারিখে এক টেক টুইট এর মাধ্যেমে HP ENVY Move All-in-one নামের ডেস্কটপ টি প্রদর্শন করে। সেই থেকে কম্পিউটার প্রেমিদের দৃষ্টি এই কম্পিউটার এর উপর। HP তাদের এই কম্পিউটার লঞ্চ প্রসঙ্গে বলেছে, এটিই বিশ্বের প্রথম কম্পিউটার ডেস্কটপ যেটি ব্যাগ এর মতো করে বহন করে যেকোনো স্থানে নিয়ে যাওয়া যাবে। সেই সাথে এটিতে রয়েছে রিচার্জেবল ব্যাটারি। ২৪ ইঞ্চি ডিসপ্লে যুক্ত এই ডেস্কটপ টি তে থাকছে QHD ডিসপ্লে প্যানেল, যার রেসুলেশন 2560 x 1440 পিক্সেল। এটিতে রয়েছে আধুনিক বুদ্ধিমত্তা সম্পন্ন ফিচারস। ব্যবহারকারীর উপস্থিতির উপর নির্ভর করে কম্পিউটার টি প্রয়োজনীয় অডিও আউটপুট দিতে পারে তার বিশেষ সেন্সর এর মাধ্যমে।
আরো পড়ুন:
ডেস্কটপটি-তে থাকছে ইন্টেল এর কোর আই ৫ (Intel Core i5) প্রসেসর, এবং এটি তে ১৩ তম জেনারেশন রয়েছে। সেই সাথে এটিতে একটি ইন্টেল ইউনিশন চিপ রয়েছে, যার দ্বারা কম্পিউটার টিকে আই ও এস এবং এন্ড্রয়েডের সাথে সহজেই কানেক্ট করা যাবে। কম্পিউটার টিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (AI) ব্যবহার করা হয়েছে যা একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এর উপর কাজ করে। এটির কাজ হলো ব্যবহারকারীকে পর্যবেক্ষণ করা, কম্পিউটার ছেড়ে উঠে গেলে ডিসপ্লে টি অটোমেটিক স্লিপ মুডে চলে যাবে, আবার ডেস্কটপ এর সামনে বসলে ডিসপ্লে অন হয়ে যাবে। এছাড়াও স্মার্ট কানেক্টিভিটির সকল ফিচার তো থাকছেই। HP এর তথ্যমতে এটি ব্যবহারকারীর স্বাস্থ্য মনিটরিং করবে। ২০২৪ সালে কম্পিউটার টি বাজারজাত করা হবে। এটির বর্তমান মূল্য গ্লোবাল মার্কেটে ৮৯৯ ডলার।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post HP আনলো বিশ্বের প্রথম মুভেবল কম্পিউটার HP ENVY Move appeared first on BDPrice.com.bd.