OnePlus-একটি ভরসাযোগ্য স্মার্টফোন ব্রান্ড এর নাম। বিগত সাল গুলো থেকে এই পর্যন্ত, স্মার্টফোন অনুরাগীদের কাছে OnePlus ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি তারা বাজারে প্যাড লঞ্চ করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম, টুইটার এবং জনপ্রিয় টেক লিকারদের মাধ্যমে বিগত কয়েকদিন ধরে নানা রকম তথ্য ফাঁস হয়েছে OnePlus Pad Go সম্পর্কে। সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে আজ OnePlus তাদের Pad Go লঞ্চ করেছে। এ বছরের এপ্রিল মাসে রিলিজ হওয়া OnePlus Pad এর লাইট ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে এই OnePlus Pad Go ডিভাইসটি।
কি কি থাকছে OnePlus Pad Go তে?
শুরুতেই এটির ডিসপ্লে তে ব্যবহৃত আধুনিক ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। OnePlus দাবি করছে, তাদের এই ট্যাবে ব্যবহৃত ১১.৩৫ ইঞ্চির ডিসপ্লে টি ব্যবহারকারীর চোখ সুরক্ষিত রাখবে। এটিতে আছে Eye Care টেকনোলজি। যেটি ডিভাইসের ডিসপ্লে থেকে নির্গত ক্ষতিকারক নীল রশ্মি(Ray) থেকে চোখের সুরক্ষা করে। আই পি এস এল ছি ডি ডিসপ্লে প্যানেল টি তে TÜV Rheinland Certified ফুল কেয়ার প্রযুক্তি ব্যবহার করেছে OnePlus। আল্ট্রা হাই রেসুলেশন এর এই 2.4K ডিসপ্লেটি তে DC dimming টেকনোলজি রয়েছে, যেটি স্ক্রিনের ফ্লিকার কমিয়ে Comfortable Viewing এর অভিজ্ঞতা প্রদান করে। ৯০ হার্জ রিফ্রেশ রেট এর এই প্যানেল টি তে সর্বোচ্চ ৪০০ নিটস ব্রাইটনেস রয়েছে।
ডিভাইসটি Android 13 এর সাথে OnePlus এর নিজস্ব UI, OxygenOS 13.2 তে রান করছে। যেখানে প্রসেসর হিসাবে মিডিয়াটেক এর Helio G99 চিপসেট টি থাকবে। এটি ৬ ন্যানোমিটার এর একটি পাওয়ার সেভিং চিপ, যার ক্লক স্পিড ২.২ গেগা হার্জ। ৮ জিবি র্যামের সাথে ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এ পাওয়া যাবে এটি। সামনে এবং পিছনে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা থাকছে। ৬.৯ মিলিমিটার পুরুত্বের এই প্যাডটি তে ৪ টি স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তবে থাকছে না ৩.৫ মিলিমিটার এর হেড ফোন জ্যাক পোর্ট। ৫৩২ গ্রাম ওজনের প্যাড টি তে ৮০০০ এম এ এইচ এর একটি লিথিয়াম-পলিমার ব্যাটারী ব্যবহার করা হয়েছে। যে-টি কে ৩৩ ওয়াট এর একটি সুপার-ভোক চার্জার দ্বারা চার্জ করা যাবে। ডিভাইসটি শুধুমাত্র Wi-Fi এবং Wi-Fi/LTE এই দুইটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে।
আরো পড়ুন:
ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র Wi-Fi ভেরিয়েন্ট (8GB+128GB) এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ রুপি। এবং Wi-Fi/LTE ভেরিয়েন্ট (8GB+256GB) এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯৯ রুপি। সে তুলনায় প্যাড টি বাংলাদেশের বাজারে ৩০-৪০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে, এমনটা আশা করা হচ্ছে। আগামী ২০ অক্টবর-এ প্যাড টি রিলিজ হবে। তবে বাংলাদেশে কবে নাগাদ আসবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নাই।
প্যাডটি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post সস্তায় OnePlus এর Pad, কি কি থাকছে ১১.৩৫ ইঞ্চির OnePlus Pad Go তে appeared first on BDPrice.com.bd.