Vivo V29 এবং V29e আসছে বাংলাদেশে

বাংলাদেশে আসছে Vivo V29 এবং Vivo V29e

বহুল প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo V29 এবং Vivo V29e স্মার্টফোন দুইটি। ২০২৩ সালের জুলাই মাসে V29 এবং আগস্ট মাসে V29e গ্লোবাল মার্কেটে প্রথম আসলেও বাংলাদেশে ফোন দুটি লঞ্চ হতে চলেছে অক্টোবর মাসের ২৩ তারিখ। আগামী ২৩ শে অক্টোবর সন্ধ্যা ০৭ টার সময় Vivo এর অফিসিয়াল পেজে লঞ্চ ইভেন্ট লাইভ এ অনুষ্ঠিত হবে। ইতঃপূর্বেই আমরা দেখেছি ভিভো এর V সিরিজের স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে থাকে। বরাবরের মতো এবারেও বিশ্ববাজারে V29 এবং V29e স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন তাহলে দেখে আসি কি কি থাকছে স্মার্টফোন দুইটিতে।

Vivo V29 and V29e Coming to Bangladesh

স্পেসিফিকেশন (Specifications) : Vivo V29

ভিবো এর ফোন আর এটি স্লিম হবেনা এটা কি হয়? হ্যা; স্মার্টফোনটি ৭.৫ মিলিমিটার পুরুত্বের এবং এটির ওজন মাত্র ১৮৬ গ্রাম। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির একটি HDR10+ সাপোর্টেড ১২০ হার্জ এর একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে। বেজেল ও চিন এরিয়া খুবই কম রাখা হয়েছে ডিভাইস টি তে। খুব সুন্দর ৪ টি কালার ভেরিয়েন্ট (স্পেস ব্ল্যাক, হিমালয়ান ব্লু, পার্পল ফেয়ারি ও ম্যাজেস্টিক রেড) এ ডিভাইস টি পাওয়া যাবে। ডিভাইসটির পিছনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল মোট তিনটি ক্যামেরার সেটআপ। এছাড়া সামনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা।

Android 13 অপারেটিং সিস্টেমের সাথে অসাধারণ ইউজার ইন্টারফেস Funtouch 13 এর সাথে আসছে ফোনটি। স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm এর 2.4 GHz ক্লক স্পিড সম্পন্ন Snapdragon 778G 5G (6 nm) প্রসেসর। ফোনটি 8GB ও 12GB র‍্যাম এর সাথে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। ডিভাইসটি তে থাকছে ৪৬০০ এম এ এইচ এর একটি পাওয়ারফুল ব্যাটারির সাথে একটি ৮০ ওয়াট এর ফাস্ট চার্জার। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে IP68 rating, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.2, NFC, GPS, FM radio, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট।

Vivo V29 5G price in Bangladesh

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

আরো পড়ুন:

স্পেসিফিকেশন (Specifications) : Vivo V29e

V29 এর মতো এটাও কি স্লিম হবে? হ্যা; এই স্মার্টফোনটিও ৭.৬ মিলিমিটার পুরুত্বের এবং এটির ওজন মাত্র ১৮১ গ্রাম। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির একটি HDR10+ সাপোর্টেড ১২০ হার্জ এর একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে। বেজেল ও চিন এরিয়া অনেকটা কম রাখা হয়েছে ডিভাইসটি তে। খুব সুন্দর ২ টি কালার ভেরিয়েন্ট ( আর্টিস্টিক ব্লু ও আর্টিস্টিক রেড) এ ডিভাইস টি পাওয়া যাবে। ডিভাইসটির পিছনের দিকে রয়েছে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল মোট দুইটি ক্যামেরার সেটআপ। এছাড়া সামনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা।

Android 13 অপারেটিং সিস্টেমের সাথে অসাধারণ ইউজার ইন্টারফেস Funtouch 13 এর সাথে আসছে ফোনটি। স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm এর 2.2 GHz ক্লক স্পিড সম্পন্ন Snapdragon 695 5G (6 nm) প্রসেসর। ফোনটি 8GB র‍্যাম এর সাথে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। ডিভাইসটি তে থাকছে ৫০০০ এম এ এইচ এর একটি পাওয়ারফুল ব্যাটারির সাথে একটি ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জার। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.1, GPS, FM radio, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট।

Vivo V29e price in Bangladesh

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Vivo V29 এবং V29e আসছে বাংলাদেশে appeared first on BDPrice.com.bd.

Post a Comment

Previous Post Next Post