২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor 90 5G বাংলাদেশে

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor 90 5G বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হল।

Honor এর স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি বিক্রয় হচ্ছে, কথাটা কিছুদিন আগে পর্যন্ত ভাবতেই অবাক লাগতো। তবে এবার, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হাত ধরে বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করলো Honor. ইতোমধ্যেই তারা বেশ কিছু ডিভাইস লঞ্চ করেছে বাজারে। এবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হল Honor 90 5G. ১৫ই অক্টোবর ২০২৩ তারিখে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটি লঞ্চ করা হয়। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭ জেন-১ ৫জি প্রসেসর সহ ফোনটির ১২জিবি+৫১২জিবি ভেরিয়েন্টটির ৫৬,৯৯৯ টাকা মুল্য নির্ধারণ করেছে অনর। চলুন এবার ফোনটির অন্যান্য ফিচার গুলো দেখে আসি :-

স্পেসিফিকেশন (Honor 90 Specification):

বডি ও ডিজাইন:

১৬১.৯ মিমি লম্বা, ৭৪.১ মিমি চওড়া এবং ৭.৮ মিমি পুরুত্বের এই স্লিম মোবাইলটির ওজন মাত্র ১৮৩ গ্রাম। ফোনটা বেশ হালকা যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল মিডনাইট ব্ল্যাক, এমেরাল্ড গ্রিন, ডায়মন্ড সিলভার এবং পিকক ব্লু।

ডিসপ্লে:

The Honor 90 5G was officially launched in Bangladesh with a 200MP camera.

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির 1B colors সাপোর্টেড একটি AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ১২০০ x ২৬৬৪ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৪৩৫. ডিসপ্লে প্যানেলটি HDR10+ এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থিত যার পিক ব্রাইটনেস হল ১৬০০ নিটস। ফলে ইনডোর বা আউটডোর সর্বত্রই পাবেন স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:

স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm এর 4 nm ফেব্রিকেশন এ নির্মিত Snapdragon 7 Gen 1 Accelerated Edition প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.5 GHz ক্লক স্পিড। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এছাড়া এটির ইউজার ইন্টারফেস হিসেবে MagicOS 7.1 এর সাপোর্ট তো থাকছে, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত।

ক্যামেরা:

The Honor 90 5G was officially launched in Bangladesh with a 200MP camera.

ফোনটির পিছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা ও একটি রিং আকৃতির একটি এলইডি লাইট এর দুটি বৃত্তাকার ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ২মেগাপিক্সেল এর ডেপ্ত ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি ১/১.৪ ইঞ্চি সাইজের ২০০মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ তৃতীয় ক্যামেরাটি ১২মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4k@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

The Honor 90 was officially launched in Bangladesh with a 200MP camera.

ডিসপ্লে এর উপরের দিকে একটি সেন্টার পাঞ্চহোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৫০মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4k@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

স্টোরেজ:

স্মার্টফোনটি গ্লোবালি ৮জিবি+২৫৬জিবি, ১২জিবি+২৫৬জিবি, ১৬জিবি+২৫৬জিবি, ১২জিবি+৫১২জিবি এবং ১৬জিবি+৫১২জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। ফোনটিতে থাকছেনা কোনো বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। তবে আপনার মাল্টিমিডিয়া (টেক্সট, পিকচার, অডিও, ভিডিও, ইত্যাদি) সংগ্রহের জন্য পর্যাপ্ত স্টোরেজ রয়েছে। এছাড়া মাল্টিটাস্কিংয়ের জন্য যত দুর্দান্ত পারফরম্যান্সেরই প্রয়োজন হোক না কেন, আপনার জন্য একটি র‍্যাম ভেরিয়েন্ট পেয়েই যাবেন।

ব্যাটারি:

The Honor 90 5G was officially launched in Bangladesh with a 200MP camera.

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh (রেটেড ক্যাপাসিটি 4900 mAh) এর নন-রিমুব্যাবল ব্যাটারি। টেস্ট রিপোর্ট অনুযায়ী, এটির সাহায্যে আপনি গড়ে ৯৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাবেন এবং ১২:০৩ ঘন্টা নেট ব্রাউজিং করতে পারবেন। সম্পূর্ণ চার্জে, আপনি প্রায় ২৫ ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ৬৬ ওয়াট এর সুপার ফাস্ট চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৪৫ মিনিটের মতো।

সেন্সর ও সিকিউরিটি:

ফোনটিতে অ্যাক্সিলোমিটার, জাইরো, আলট্রাসাউন্ড প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে একটি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।

নেটওয়ার্ক ও কানেক্টভিটি:

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ই-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই) বা ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি, ৪জি এবং ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, Bluetooth 5.2, NFC, GPS, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট।

দাম (Honor 90 5G Price in BD):

Honor 90 5G Price in Bangladesh

Honor 90 5G স্মার্টফোনটি ২০২৩ সালের ১৫ই অক্টোবর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। তবে ২১শে অক্টোবর থেকে স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হবে। Honor 90 প্রেমীরা ফোনটির ১২জিবি ও ৫১২জিবি ভেরিয়েন্টটি ৫৬,৯৯৯ টাকা মুল্যে প্রি-বুকিং করতে পারবেন। দাম কিছুটা বেশি মনে হলেও মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি ফ্লাগশিপ কিলার স্মার্টফোন।

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor 90 5G বাংলাদেশে appeared first on BDPrice.com.bd.

Post a Comment

Previous Post Next Post