লঞ্চ হওয়ার আগেই ফাস হয়েছে Xiaomi 14 এর স্পেসিফিকেশন
আসছে ২৭ শে অক্টোবর লঞ্চ হতে চলেছে Xiaomi 14 সিরিজ এর শাওমি ১৪, শাওমি ১৪ প্রো ও শাওমি ১৪ আলট্রা ফোনটি। কিন্তু লঞ্চ হওয়ার আগেই ফাস হয়ে গেলো Xiaomi 14 এর স্পেসিফিকেশন। শুধু স্পেসিফিকেশন নয় প্রকাশ পেয়েছে এর ভেরিয়েন্ট অনুযায়ী তার মূল্য। Xiaomi 14 স্মার্টফোনটি এই সিরিজের সব চেয়ে ছোট বা বেস ভেরিয়েন্ট। কিন্তু ফাস হওয়া তথ্যানুসারে বেস ভেরিয়েন্টে যদি এমন দুর্দান্ত সব ফিচার থাকে তাহলে এর প্রো ও আলট্রা ভেরিয়েন্ট গুলোর স্পেসিফিকেশন কি ধরনের হতে পারে অনুমান করেন। যাইহোক ফাস হওয়া তথ্য গুলো জেনে আসি…
Xiaomi 14 Specifications:
তথ্যানুযায়ী স্মার্টফোনটিতে থাকছে ৬.৪৪ ইঞ্চির একটি Huaxing C8 OLED ডিসপ্লে। ডিসপ্লেটি একটি 1.5k রেজুলেশন এর 120Hz রিফ্রেশ রেট সমর্থিত একটি প্যানেল। ডিসপ্লে প্যানেলটি HDR10+, 12-বিট, DCI-P3 কালার গামুট এবং ডলবি ভিসন (Dolby Vision) সমর্থিত যার পিক ব্রাইটনেস হল ২৮০০ নিটস। ফলে স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ হবে। স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ কোনো স্মার্টফোন এখনো বাজারে আসে লঞ্চ হয়নি। পোস্টার ও অন্যান্য ফাস হওয়া তথ্য অনুসারে প্রসেসরটি Qualcomm এর 4 nm ফেব্রিকেশন এ নির্মিত, এটি LPDDR5X র্যাম এবং UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ সিস্টেম সাপোর্ট করবে। ডিভাইসটি ১২জিবি+২৫৬জিবি, ১২জিবি+৫১২জিবি, ১৬জিবি+৫১২জিবি ও ১৬জিবি+১টিবি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে।
আরো পড়ুন:
ফোনটির পিছনের দিকে রয়েছে তিনটি লেইকা (Leica) কাস্টমাইজড ক্যামেরা ও একটি এলইডি লাইট এর দুটি বর্গাকার ক্যামেরা মডিউল। উপর থেকে প্রধান ক্যামেরাটি একটি ৫০মেগাপিক্সেল এর ১/১.২৮ ইঞ্চি সাইজের ও OIS সাপোর্টেড OV50H ক্যামেরা সেন্সর। দ্বিতীয় ক্যামেরাটি ৫০মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। তৃতীয় ক্যামেরাটি ৫০মেগাপিক্সেল এর একটি টেলিফটো ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারবেন।
স্মার্টফোনটির ব্যাটারি স্টোরেজ হিসেবে থাকবে 4600mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে পুনরায় রিচার্জ করার জন্য রয়েছে ৯০ ওয়াট এর সুপার ফাস্ট চার্জার। এছাড়া রয়েছে 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi, Bluetooth 5.3, IR Blaster, IP68 rating, IR b, GPS, OTG, VC কুলিং সিস্টেম, Xiaomi Mina self-developed system, 2-ইন-1 মোটর ও USB Type-C 2.0 এর সাপোর্ট।
দাম (Price):
২০২৩ সালের ২৭শে অক্টোবর Xiaomi 14 স্মার্টফোনটি চায়নার বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। স্মার্টফোনটি চায়নার বাজারে ১২জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টটি ৩,৯৯৯ ইউয়ান (৬০,০০০ টাকা), ১২জিবি+৫১২জিবি ভেরিয়েন্টটি ৪,২৯৯ ইউয়ান (৬৫,০০০ টাকা), ১৬জিবি+৫১২জিবি ভেরিয়েন্টটি ৪,৫৯৯ ইউয়ান (৭০,০০০ টাকা) ও ১৬জিবি+১টিবি ভেরিয়েন্টটি ৪,৯৯৯ ইউয়ান (৭৫,০০০ টাকা) মূল্যে পাওয়া যাবে।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post ফাস হয়েছে Xiaomi 14 এর স্পেসিফিকেশন appeared first on BDPrice.com.bd.