বাজেট মধ্যে সেরা স্মার্টফোন Infinix Smart 8 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে
দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজেট রেঞ্জের ফোন Infinix Smart 8 এখন বাংলাদেশে। ৯ই নভেম্বর ২০২৩ এ সর্বপ্রথম ফোনটিকে গ্লোবাল মার্কেটে আসে। গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পরের দিনই অর্থাৎ ১০ই নভেম্বর ২০২৩ বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বাজারে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম ১০,৪৯৯ টাকা ও সর্বোচ্চ ভেরিয়েন্টটির দাম ১১,৪৯৯ নির্ধারণ করেছে। এই দামে স্মার্টফোনটি যেসব গ্রাহকদের অফার করতেছে তাতে এককথায় স্মার্টফোনটি অসাধারণ। তবে চলুন দেখি কি কি থাকছে ফোনটিতে…
স্পেসিফিকেশন (Infinix Smart 8 Specifications):
বডি ও ডিজাইন:
১৬৩.৭ মিমি লম্বা, ৭৫.৬ মিমি চওড়া এবং ৮.৬ মিমি পুরুত্বের এই মোবাইলটি। ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল টিম্বার ব্ল্যাক, সাইনি গোল্ড, ক্রিস্টাল গ্রিন এবং গ্যালাক্সি হোয়াইট।
ডিসপ্লে:
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির 16M colors সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ৭২০ x ১৬১২ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৭. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত যার পিক ব্রাইটনেস হল ৫০০ নিটস।
প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এছাড়া এটির ইউজার ইন্টারফেস হিসেবে XOS 13 এর সাপোর্ট তো থাকছে। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Spreadtrum এর 12 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত Unisoc Tiger T606 প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 1.6 GHz ক্লক স্পিড, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত
স্টোরেজ:
স্মার্টফোনটি ৪জিবি+৪জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। কোম্পানি এই ফোনটিতে ৮জিবি র্যাম বলে প্রচার করলেও স্মার্টফোনটিতে থাকছে ৪জিবি মুল র্যাম ও অতিরিক্ত ৪জিবি র্যাম ফোনটির ইন্টারনাল স্টোরেজ থেকে যোগ করা যাবে। স্মার্টফোনটি মোট ৮জিবি+৬৪জিবি ও ৮জিবি+১২৮জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ।
ক্যামেরা:
ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ০.৩ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা দেপ্ত ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিসপ্লে এর উপরের দিকে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি:
স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১০ ওয়াট এর চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট এর মতো।
সেন্সর ও সিকিউরিটি:
ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।
নেটওয়ার্ক ও কানেক্টভিটি:
ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ই-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট।
দাম (Infinix Smart 8 Price in BD):
Infinix Smart 8 স্মার্টফোনটি ২০২৩ সালের ১০ ই নভেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে (4GB+4GB RAM) 8GB/64GB ভেরিয়েন্টটি ১০,৪৯৯ টাকা এবং (4GB+4GB RAM) 8GB/128GB ভেরিয়েন্টটি ১১,৪৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post Infinix Smart 8 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে appeared first on BDPrice.com.bd.