নতুন লুক, নতুন ডিজাইনে Walton NEXG N8 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে
আকর্ষণীয় ডিজাইন ও দুর্দান্ত সব ফিচার সহ Walton NEXG N8 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে। একটি বাংলাদেশী ইলেকট্রনিক্স ম্যানুফেকচার ব্রান্ড হিসেবে Walton ইতিমধেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কম দামে অসাধারন সব ফিচার ও তাদের প্রায় সকল পন্যের বিক্রয় পরবর্তী সেবাগুলো বেশ ভালো। তাদের অন্য সকল ইলেকট্রনিক্স এর মধ্যে স্মার্টফোন গুলোর জনপ্রিয়তা অধিক। বরাবরের মতো অসাধারন সব ফিচার সহ ০৮ ই নভেম্বর ২০২৩ এ Walton NEXG N8 স্মার্টফোনটি বাজারে উন্মোচন করে ওয়ালটন।
New look, new design Walton NEXG N8 officially launched in Bangladesh
ডায়নামিক আইসল্যান্ড সহ ফুল এইচডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ইউনিসক T616 প্রসেসর সহ ফোনটির ১২জিবি+১২৮জিবি ভেরিয়েন্ট এর সাথে বাজারে লঞ্চ করেছে ওয়ালটন। চলুন ফোনটির অন্যান্য ফিচার গুলো দেখে আসি :
স্পেসিফিকেশন (Walton NEXG N8 Specifications):
বডি ও ডিজাইন:
স্মার্টফোনটি ১৬৮.৫ মিমি লম্বা, ৭৬.৬ মিমি চওড়া এবং ৮.৩ মিমি পুরুত্বের মোবাইলটির ওজন মাত্র ১৯৫ গ্রাম। ফোনটা অনেকটা স্লিম ও বেশ হালকা যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ২টি রঙে শো-রুম গুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল আর্কটিক ব্লু (Arctic Blue) এবং কসমিক অরোরা (Cosmic Aurora)।
ডিসপ্লে:
স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি IPS INCELL LCD ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি একটি ১০৮০ x ২৬৪০ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৩৯৫। ডিভাইসটির ডিসপ্লেতে রয়েছে একটি পাঞ্চহোল কাটআউট, এটিকে কেন্দ্র করে এর দুইপাশে দেখা যাবে ডায়নামিক আইসল্যান্ড ফিচার। ফলে স্মার্টফোনটি ব্যাবহারে হবে এক অবর্ণনীয় অভিজ্ঞতা।
স্টোরেজ:
স্মার্টফোনটি ১২জিবি+১২৮জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। ওয়ালটন কোম্পানি এই ফোনটিতে ১২জিবি র্যাম বলে প্রচার করলেও স্মার্টফোনটিতে থাকছে ৬জিবি মুল র্যাম ও অতিরিক্ত ৬জিবি র্যাম ফোনটির ইন্টারনাল স্টোরেজ থেকে যোগ করা যাবে। ফোনটিতে থাকছে ২৫৬জিবি পর্যন্ত বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ।
প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Spreadtrum এর 12 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত Unisoc Tiger T616 প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.0 GHz ক্লক স্পিড। স্মার্টফোনটির ইউজার এক্সপেরিয়েন্স দুর্দান্ত ও উন্নত করতে এটিতে ইউজার ইন্টারফেস হিসেবে রয়েছে R OS ও অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13।
ক্যামেরা:
ফোনটির পিছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা ও একটি পিল বা, ক্যাপসুল আকৃতির একটি এলইডি লাইট সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি ১/১.৭৬ ইঞ্চি সাইজের ৫০মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি ২মেগাপিক্সেল রেজুলেশন এর একটি দেপ্ত ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ তৃতীয় ক্যামেরাটিও ২মেগাপিক্সেল রেজুলেশন এর একটি ম্যাক্রো ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিসপ্লে এর উপরের দিকে একটি সেন্টার পাঞ্চহোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ১৩মেগাপিক্সেল রেজুলেশন এর একটি মেইন ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি:
স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াট এর সুপার ফাস্ট চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের মতো।
সেন্সর ও সিকিউরিটি:
প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটির ডান পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। ফোনটিতে অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে।
নেটওয়ার্ক ও কানেক্টভিটি:
ডিভাইসটিতে রয়েছে ডুয়াল হাইব্রিড সিম এর সুবিধা। ফোনটি ২জি, ৩জি, এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, FM Radio, 3.5 mm Audio Jack ও USB Type-C 2.0 এর সাপোর্ট।
দাম (Walton NEXG N8 Price in BD):
Walton NEXG N8 স্মার্টফোনটি ২০২৩ সালের ০৮ ই নভেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। NEXG N8 প্রেমীরা ফোনটির ১২জিবি+১২৮জিবি ভেরিয়েন্টটি ক্রয় করতে পারবেন ওয়ালটন এর শো-রুম গুলো থেকে। ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য ব্রান্ডটি প্রকাশ করেননি।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post নতুন ডিজাইনে Walton NEXG N8 লঞ্চ হল বাংলাদেশে appeared first on BDPrice.com.bd.