Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজেট রেঞ্জের ফোন Tecno Spark 20C এখন বাংলাদেশে। ২৭ই নভেম্বর ২০২৩ এ সর্বপ্রথম ফোনটিকে গ্লোবাল মার্কেটে আসে। এর পরের মাসেই অর্থাৎ ১৭ই ডিসেম্বর ২০২৩ এ বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বাজারে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম ১২,৯৯৯ টাকা ও সর্বোচ্চ ভেরিয়েন্টটির দাম ১৪,৪৯৯ নির্ধারণ করেছে। এই দামে স্মার্টফোনটি যেসব গ্রাহকদের অফার করতেছে তাতে এককথায় স্মার্টফোনটি অসাধারণ। তবে চলুন দেখি কি কি থাকছে ফোনটিতে…

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে
Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh

স্পেসিফিকেশন (Tecno Spark 20C Specifications):

ডিসপ্লে:

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির 16M colors সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ৭২০ x ১৬১২ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৭. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত। এছাড়া ডিসপ্লেটিতে রয়েছে ডায়নামিক আইস ল্যান্ড ফিচার। বিভিন্ন নোটিফিকেশন এর সাথে বিভিন্ন লুক এর সাথে আপনার সামনে উপস্থিত হবে।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:

বডি ও ডিজাইন:

১৬৩.৭ মিমি লম্বা, ৭৫.৬ মিমি চওড়া এবং ৮.৬ মিমি পুরুত্বের এই মোবাইলটি। ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল মিস্ট্রি হোয়াইট (Mystery White), অ্যালপেংলো গোল্ড (Alpenglow Gold), ম্যাজিক স্কিন (Magic Skin), গ্র্যাভিটি ব্ল্যাক (Gravity Black)

প্রসেসর:

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13. স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Mediatek এর প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.2 GHz ক্লক স্পিড, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

স্টোরেজ:

স্মার্টফোনটি ৮জিবি (৪জিবি+৪জিবি) ও ১৬জিবি (৮জিবি+৮জিবি) ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। কোম্পানি এই ফোনটিতে ৮জিবি ও ১৬জিবি র‍্যাম বলে প্রচার করলেও স্মার্টফোনটিতে থাকছে ৪জিবি মুল র‍্যাম ও অতিরিক্ত ৪জিবি এবং ৮জিবি মুল র‍্যাম ও অতিরিক্ত ৮জিবি র‍্যাম ফোনটির ইন্টারনাল স্টোরেজ থেকে যোগ করা যাবে। স্মার্টফোনটি মোট ৮জিবি+১২৮জিবি১৬জিবি+১২৮জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ।

ক্যামেরা:

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ০.০৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা দেপ্ত ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

ডিসপ্লে এর উপরের দিকে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

ব্যাটারি:

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াট এর চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা ১০ মিনিট এর মতো।

সেন্সর ও সিকিউরিটি:

Best budget smartphone Tecno Spark 20C is officially launched in Bangladesh. বাজেট সেরা স্মার্টফোন Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।

নেটওয়ার্ক ও কানেক্টভিটি:

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ই-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, GPS, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট।

দাম (Tecno Spark 20C Price in BD):

Tecno Spark 20C Price in Bangladesh

Tecno Spark 20C স্মার্টফোনটি ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে (4GB+4GB RAM) 8GB/128GB ভেরিয়েন্টটি ১২,৯৯৯ টাকা এবং (8GB+8GB RAM) 16GB/128GB ভেরিয়েন্টটি ১৪,৪৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Tecno Spark 20C অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে appeared first on BDPrice.com.bd.

Post a Comment

Previous Post Next Post